প্রদীপকুমার সিংহ, বারুইপুর: মঙ্গলবার বারুইপুর থানায় এক অভিভাবক অভিযোগ জানান, তাঁর নাবালিকা কন্যাকে ধর্ষণ করেছে দ্বাদশ শ্রেণির এক ছাত্র। নাবালিকাটি ক্লাস সেভেনে পড়ে। পরিবারের অভিযোগ, বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণ করা হয়। অভিযুক্তের নাম সন্দীপ সরদার। বারুইপুর থানাযর অর্জুনা গ্রামের সন্দীপ ঘটনার পর থেকেই পলাতক।
বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বারুইপুর মহকুমা হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা হয়েছে। নির্যাতিতার মায়ের অভিযোগ, মেয়েকে বাইরে বেড়াতে নিয়ে যাওয়ারর নাম করে অভিযুক্ত সন্দীপ তার দিদির বাড়িতে নিয়ে যায়। সেখানে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে বললে তাকে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্ত। পরে মেয়েকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ।
খুনের হুমকির ভয়ে মেয়ে প্রথমে কাউকে জানায়নি। নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তার মায়ের কাছে সমস্ত ঘটনা জানায়। এরপরই বারুইপুর থানার দ্বারস্থ হন নাবালিকা ও নাবালিকার মা। এরপরই পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত তার নাগাল পাওয়া যায়নি।