Friday, March 29, 2024
Homeজেলাবেপরোয়া অটো বন্ধের দাবিতে অবরোধ সাগরে, পুলিশকে ঘিরে বিক্ষোভ

বেপরোয়া অটো বন্ধের দাবিতে অবরোধ সাগরে, পুলিশকে ঘিরে বিক্ষোভ

বিশ্ব সমাচার, সাগর: বেপরোয়া অটো বন্ধের দাবিতে পথ অবরোধ করে সরব হলেন সাগরের নাগরিক সমাজ এবং সাগরের সৃষ্টি ডান্স একাডেমির ছাত্র-ছাত্রীরা। সোমবার দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের রুদ্রনগরে প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চলে এই অবরোধ-‌বিক্ষোভ। সাগর থানার পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বেপরোয়া অটো বন্ধের দাবিতে অবরোধ সাগরে, পুলিশকে ঘিরে বিক্ষোভ

রবিবার সাগরের মিশনমোড়ের কাছে বেপরোয়া গতিতে যাওয়া একটি অটো উল্টে মৃত্যু হয় পাঁচ বছরের সৌমিলি জানার। আশঙ্কাজনক অবস্থায় মৃত শিশুর মা মিঠুরানি জানা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই মৃত্যুতে ক্ষোভ চরমে ওঠে সাগরদ্বীপবাসীর।

বেপরোয়া অটো বন্ধের দাবিতে অবরোধ সাগরে, পুলিশকে ঘিরে বিক্ষোভ

সোমবার বেলা সাড়ে ১০টা নাগাদ নাগরিক কমিটির ডাকে সৌমিলির ছবি নিয়ে এক পদযাত্রার আয়োজন করা হয়। সেই পদযাত্রার পর চলে বেআইনি অটো, টোটো ও ম্যাজিক গাড়ি বন্ধের দাবিতে প্রতিবাদসভা। সভার পাশাপাশি পথ অবরোধ করেন নাগরিক কমিটির সদস্যরা ও সাগরের সৃষ্টি ডান্স অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা। এরপর সাগর থানার পুলিশ এসে বেআইনি যান বন্ধের প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে।

বেপরোয়া অটো বন্ধের দাবিতে অবরোধ সাগরে, পুলিশকে ঘিরে বিক্ষোভ

বিক্ষোভকারীদের অভিযোগ, সাগরদ্বীপজুড়ে বেআইনি অটো, টোটো, ম্যাজিক গাড়ির দাপাদাপি। পুলিশ সবকিছু দেখেও চুপ থাকে। যার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে থাকে। মৃত্যুও হয়। গত কয়েক মাসে সাগরে একাধিক দুর্ঘটনা ঘটেছে।

Most Popular