Thursday, March 28, 2024
Homeরাজনীতি‘টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত, ৫ কোটি নিয়েছেন দেব’, হিরণের তিরে বিদ্ধ সায়নী-বনিও

‘টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত, ৫ কোটি নিয়েছেন দেব’, হিরণের তিরে বিদ্ধ সায়নী-বনিও

স্টাফ রিপোর্টার : দুর্নীতি ইস্যুতে তপ্ত রাজ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে আসছে একাধিক অভিনেতা-অভিনেত্রীর নামও। দুর্নীতিতে টলিউড যোগের একাধিক তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। তাতে নবতম সংযোজন বনি। এবার টলিউড-দুর্নীতিযোগ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন খড়্গপুরের বিধায়ক বিজেপি নেতা হিরণ চক্রবর্তী।মেদিনীপুরের চন্দ্রকোণায় একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন হিরণ। সেখানে তাঁকে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে দুর্নীতি ইস্যুতে গ্ল্যামার যোগ নিয়ে প্রশ্ন করা হয়।

‘টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত, ৫ কোটি নিয়েছেন দেব’, হিরণের তিরে বিদ্ধ সায়নী-বনিও

উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে আগেও আমি ঘাটালে বলেছিলাম। আপনাদের এখানকার সাংসদ দীপক অধিকারী, তিনিও দুর্নীতিতে ভীষণভাবে যুক্ত। তিনি ৫ কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন। তখন দেবের ফ্যানরা আমার ওপর রাগ করেছিলেন।” তিনি আরও বলেন, “বনি সেনগুপ্তের মতো ছোট্ট একটা বাচ্চা ছেলেও, সবেমাত্র অভিনয়ে এসেছে, সেও কীভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তৃণমূলের যাঁরা যাঁরা রয়েছেন, সায়নী ঘোষ, তাঁর সম্পর্কে তো বিচারপতিও বলছেন।

‘টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত, ৫ কোটি নিয়েছেন দেব’, হিরণের তিরে বিদ্ধ সায়নী-বনিও

তিনি কীভাবে একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন। কার টাকায় বানিয়েছেন। শ্রীকান্ত মেহতা, যিনি সব থেকে বড় প্রডিউসার, তিনি কত বড় দুর্নীতিতে জড়িয়েছিলেন, কোটি কোটি টাকা লুঠ করেছেন, চুরি করেছেন, জেলও খেটেছেন ২ বছরের ওপর। টলিউডের ৯৯ শতাংশ প্রডিউসর, ডিরেক্টর অভিনেতারা কোনও না কোনওভাবে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।”

‘টলিউডের ৯৯ শতাংশই দুর্নীতিগ্রস্ত, ৫ কোটি নিয়েছেন দেব’, হিরণের তিরে বিদ্ধ সায়নী-বনিও

হিরণের এদিনের বক্তব্য প্রসঙ্গে যুব তৃণমূলের সভানেত্রী বলেন, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে নেব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি। যদি দল কিংবা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এসব বলে থাকেন, তাহলে আমার কিছু বলার নেই। এটা থেকে হিরণ শেষমেশ কিছু পাবেন না।খবরের শিরোনামে থাকতেই এসব হয়তো বলছেন।”

Most Popular