
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : ফ্র্যাঙ্ক ওয়েল ডে অ্যান্ড সিএবি ফাউন্ডেশন ডে উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্রিয়া সংঘের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংঘের সম্পাদক বলেন, এই শিবিরের সহযোগিতা করে বারুইপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক। রক্তদান শিবিরটি ৩৫ বছরে পদার্পণ করল।
দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংঘের যে সমস্ত অনুমোদিত ক্লাবগুলি আছে, সেই সমস্ত ক্লাবের খেলোয়াড় ও সদস্যরা এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অন্যদিকে বারুইপুরে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর উকিলপাড়ার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করা হয়।স্বাস্থ্য শিবিরে ব্লাড প্রেসার, সুগার, রক্তের বিভিন্ন রকম পরীক্ষা করা হয়। এই স্বাস্থ্য শিবিরে বারুইপুর এলাকার ১২৫ জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।