খেলা

দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় বক্সার নিখাত জারিন

সংবাদ সংস্থা: ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতীয় বক্সার।ভিয়েতনামের এন থি টামকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন নিখাত জারিন।রবিবার ৪৮-৫০ কেজি বিভাগে ফাইনালের মঞ্চে ভিয়েতনামের প্রতিপক্ষের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখান নিখাত। প্রথম বাউটেই থি টামকে জোর বেগ দেন তিনি। এরপর লাগাতার পাঞ্চে রীতিমতো চাপে ফেলে দেন প্রতিপক্ষকে। নিখাতের কোচকে বারবার বলতে শোনা যায়, “দূর থেকে, সামনে যেও না।”

কোচের নির্দেশ মতোই নির্দিষ্ট দূরত্ব মেনে লড়াই চালিয়ে যান ভারতীয় তারকা। পাঁচ বিচারকই প্রথম বাউটে নিখাতকে জয়ী ঘোষণা করেন। দ্বিতীয় রাউন্ডে যদিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ভিয়েতনামের তারকা। সেই রাউন্ড ৩-২ ব্যবধানে শেষ হয়। ফাইনাল রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই হয়। যাতে শেষ হাসি হাসেন নিখাত। এদিন ফাইনাল জিতে মেরি কমকে স্পর্শ করেন নিখাত। দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতলেন তিনি।

Related Articles

Back to top button
error: Content is protected !!