
সংবাদ সংস্থা: ক্যালিফোর্নিয়ার পর এবার মিসিসিপি।বিধ্বংসী টর্নেডোয় লন্ডভন্ড মার্কিন মুলুকের আরও এক রাজ্য। কয়েক ঘণ্টায় বদলে গেল চেনা শহরের চিত্র। টর্নেডোর পাশাপাশি ভয়াবহ বজ্রঝড় মিসিসিপিতে প্রাণ কেড়েছে একাধিকের।স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে টর্নেডোর দাপটে মিসিসিপিতে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১২ জনের বেশি মানুষ। ভেঙে পড়েছে বহু বাড়ি।
গৃহহীন শতাধিক। নিখোঁজ ৪ জন। ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রায় ১ ঘণ্টা পর্যন্ত ১৭০ মাইল বিস্তীর্ণ এলাকা জুড়ে টর্নেডোর দাপট জারি ছিল। পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামের একটি শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির পাশাপাশি প্রচুর গাছ ভেঙে পড়েছে।