
রফিকুল ঢালী, কুলতলি : পরীক্ষা চলার মধ্যেই আত্মঘাতী হল একাদশ শ্রেনীর এক ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের সানকিজাহানে ৷ মৄতের নাম সাবিরা মোল্লা (১৬)৷ পুলিশ অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে। জানা গিয়েছে, মাস ছয়েক আগে তার বিয়ে দেওয়া হয় গোপালগঞ্জের বাসিন্দা মামুদুল মোল্লার সাথে । মামুদুল পেশায় পরিয়ায়ী শ্রমিক। কর্মসুত্রে কেরালায় থাকে ৷
বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকত সাবিরা৷ পরীক্ষার কারনে সানকিজাহানে বাপের বাড়িতে আসে ৷ পরীক্ষাও দিচ্ছিল৷ শনিবারও পরীক্ষা ছিল, কিন্তু তার আগে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। প্রতিবেশী মহম্মদ রফিকুল হাসান মন্ডল বলেন, রোজা রাখছিল সাবিরা৷ রোজা ভাঙার পর পরিবারের সবাই মিলে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যায়। প্রতিদিনের মত নিজের ঘরে একাই ঘুমাতে যায় সাবিরাও ৷
সকালবেলা ঘুম থেকে না ওঠায় পরীক্ষা আছে বলে বাড়ির লোক ডাকাডাকি শুরু করে। কোনও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়৷ পরিবারের লোক জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৄত বলে ঘোষনা করেন।