বিশ্ব সমাচার, নামখানা: ১১ দিন পর অবশেষে শনিবার আনুষ্ঠানিকভাবে শেষ হল নামখানা ব্লকের ঐতিহ্যবাহী কাঁকড়াবুড়ি মায়ের পুজো। গত ১৫ মার্চ, বুধবার শীতলা অষ্টমীতে শুরু হয়েছিল নামখানা ব্লকের ঐতিহ্যবাহী শীতলা ও বিশালাক্ষী পুজো। এই পুজো কাঁকড়াবুড়ি পুজো নামেও পরিচিত। এই পুজোকে ঘিরে মেলাকে কেন্দ্র করে শুধু নামখানা ব্লক নয়, জেলার বিভিন্ন জায়গার মানুষজনের মধ্যে উন্মাদনা তৈরি হয়।
মেলার ঘটোত্তোলনের সময় আকাশে শঙ্খচিল ওড়ার দৃশ্য বহু মানুষ প্রত্যক্ষ করতে নামখানার শিবরামপুর এলাকায় আসেন। মেলাকে কেন্দ্র করে এবছর প্রায় সাতশোরও বেশি ছোট বড় বিভিন্ন রকমের দোকান বসেছে। মেলা চলার কথা ছিল মোট সাতদিন। কিন্তু দুর্যোগের জেরে মেলা চলাকালীন বেশ কয়েকদিন বৃষ্টি হয়। ফলে বহু দর্শনার্থীর মায়ের দর্শন করতে আসার ইচ্ছে থাকলেও খারাপ আবহাওয়ার জন্য তাঁরা আসতে পারেননি।
ফলে মেলায় যেমন ভিড় কম ছিল, তেমনি বহু ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছিলেন। সকলের কথা মাথায় রেখে আয়োজক কর্তৃপক্ষ মেলার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সুন্দরবন পুলিশ জেলার প্রশাসনিক সহযোগিতায় মেলার মেয়াদ চারদিন বাড়ানো হয়েছিল। এই চারদিনে প্রচুর দর্শনার্থী মেলায় এসেছিলেন। এমনকী মেলার শেষদিন অর্থাৎ শনিবারও প্রচুর দর্শনার্থীর ভিড় দেখা যায় শিবরামপুরের কাঁকড়াবুড়ির মায়ের মন্দিরে।
অবশেষে ১১ দিনের মাথায় মেলা অনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয়। এ বিষয়ে মেলার সহ-সম্পাদক বিদ্যুৎকুমার দিন্দা বলেন, চারদিন মেলার সময়সীমা বাড়ানোয় ব্যবসায়ীরা যেমন উপকৃত হয়েছেন, তেমন মন্দির দর্শনে বহু দর্শনার্থীর মনের আশাও পূর্ণ হয়েছে।
যদিও মেলা কমিটির সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরই আনুষ্ঠানিকভাবে মেলা শেষ হলেও প্রায় এক মাস ধরে মেলায় আসা ব্যবসায়ীরা থাকেন তাঁদের পসরা সাজিয়ে। এ বছরও চৈত্র মাসের শেষ পর্যন্ত সেই সমস্ত ব্যবসায়ীরা মেলা মাঠে থাকবেন।