
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বারুইপুরে বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম অঙ্কুর ভট্ট। বাড়ি যাদবপুর থানার অন্তর্গত নেতাজি নগর এলাকায়। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বাইপাস সংলগ্ন সিতি মহলের কাছে।
পুলিশ সূত্রে খবর, অঙ্কুর ভট্ট বারুইপুরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বাইক নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। বারুইপুর বাইপাস সংলগ্ন সিতি মহলের কাছে তাঁর বাইক ও তাঁকে পড়ে থাকতে দেখা যায়।বারুইপুর পদ্মপুকুরের ট্রাফিক বিভাগের এক কর্মরত কর্মী তাঁকে অটো করে তুলে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অঙ্কুরের পরিবার সূত্রে খবর, বারুইপুর বেসরকারি ব্যাংকে পাঁচ বছর কর্মরত ছিলেন অঙ্কুর। তবে তিনি সোমবার বারুইপুরে চলে আসতেন এবং শুক্রবার বাড়ি ফিরতেন। সামনে নভেম্বরে তাঁর বিয়ের দিন ঠিক হয়েছিল।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া ছায়া নেমে এসেছে।
বারুইপুর পুলিশ সূত্রে আরও খবর, অঙ্কুর বাইক দুর্ঘটনায় মারা গিয়েছেন নাকি অন্য কোনও কারণে মারা গিয়েছেন, তার দেহ ময়না তদন্ত করার পর জানা যাবে। শনিবার বারুইপুর থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।