Thursday, April 25, 2024
spot_img
HomeUncategorizedএশিয়া কাপ পাকিস্তানেই, তবে রোহিতরা খেলবেন অন্য দেশে

এশিয়া কাপ পাকিস্তানেই, তবে রোহিতরা খেলবেন অন্য দেশে

সংবাদ সংস্থা: যাবতীয় তর্ক-বিতর্কের শেষে পাকিস্তানেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রয়োজনে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের পরিবর্তে অন্য কোনও দেশকে দেওয়া হোক, এমনটাই দাবি করেছিলে তিনি। এহেন মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয় পাকিস্তান থেকেও।

এশিয়া কাপ পাকিস্তানেই, তবে রোহিতরা খেলবেন অন্য দেশে

ভারতে বিশ্বকাপ বয়কট করার ডাক দেয় পাকিস্তানের ক্রিকেট মহল। এহেন পরিস্থিতিতেই উঠে আসছে এশিয়া কাপ আয়োজনের নয়া ব্যবস্থা। একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের মাটিতেই গোটা টুর্নামেন্ট খেলা হবে। শুধুমাত্র ভারতের ম্যাচের ক্ষেত্রে ব্যতিক্রম। রোহিত শর্মাদের যেন পাকিস্তানে ঢুকতেই না হয়, সেরকমই ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের বাইরে অন্য কোনও দেশে শুধুমাত্র ভারতের ম্যাচগুলি আয়োজন করা হবে।

এশিয়া কাপ পাকিস্তানেই, তবে রোহিতরা খেলবেন অন্য দেশে

আপাতত চার-পাঁচটি দেশের নাম নিয়ে আলোচনা চলছে। দৌড়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর নাম। এছাড়াও আলোচনায় রয়েছে ওমান ও শ্রীলঙ্কা। এমনকি, ইংল্যান্ডেও আয়োজিত হতে পারে ভারতের ম্যাচগুলি। তবে ভারতীয় দল কোন দেশে খেলবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি বলেই সূত্রের খবর।

Most Popular