
বান্টি মুখার্জি, সুন্দরবন: একটি কিংবা দু’টি নয়, একেবারেই ১০০টি হরিণ ছাড়া হল সুন্দরবনের গহীন ম্যানগ্রোভ অরণ্যে। এমনটাই জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন।
সুন্দরবন গহীন ম্যানগ্রোভ অরণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ। ইদানীং বাঘের আনাগোনা অত্যধিক হারে বেড়ে গিয়েছে।
পাশাপাশি কাঁকড়া ধরতে গিয়ে অসংখ্য মৎস্যজীবী বাঘের আক্রমণে পড়ে আহত হয়েছেন। অনেকেই আবার প্রাণ হারিয়েছেন।সম্ভবত খাদ্যসংকট থেকে এমনটা হতে পারে। আবার বাঘের সংখ্যা বৃদ্ধি হওয়ায় এমনটা হতে পারে বলে অনেকেরই মত।তবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন জানিয়েছেন, খুব সম্ভবত সুন্দরবন জঙ্গলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা খুবই ভালো।
সেই কারণে বাঘের আনাগোনা বেড়েছে। সুন্দরবন জঙ্গলে যাতে করে বাঘেদের কোনও প্রকার খাদ্যের সংকট না হয়, তার জন্য ১০০টি হরিণ সুন্দরবনের গহীন ম্যানগ্রোভ অরণ্যে ছাড়া হয়েছে।