স্টাফ রিপোর্টার : নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল পূর্ব মেদিনীপুরের এক স্কুল শিক্ষক।২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টে এমনই অভিযোগ কয়েকজন চাকরিপ্রার্থীর। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা। অভিযোগ বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক দীপক জানার বিরুদ্ধে।
শুধুমাত্র গ্রুপ ডি, গ্রুপ সি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক , নবম – দশম নয়, যে কোনো সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে বলে মামলায় অভিযোগ।পুলিশের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা হয়নি বলে অভিযোগ।মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা এই মামলার।