খবরদেশ

খারিজ রাহুলের সাংসদ পদ, পথে কংগ্রেস, পাশে মমতা সহ বিরোধীরা

সংবাদ সংস্থা: সাংসদপদ খারিজ করা হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।মোদী পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাতে সুরাত জেলা আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হল। শুক্রবার লোকসভার সচিবালয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ করা হয়েছে।

তাঁর ওয়ানড় লোকসভা কেন্দ্রটি এখন সাংসদ শূন্যভারতের জনপ্রতিনিধি আইনের সেকশন ৮ (৩) অনুযায়ী, কোনও সাংসদ যদি যে কোনও অপরাধে দু’বছর বা তাঁর বেশি কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তাঁর সাংসদ পদ বাতিল হতে পারে। শুধু তাই নয়, ওই ব্যক্তি পরবর্তী ৮ বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন না। অর্থাৎ উচ্চতর কোনও আদালতে এই রায় বাতিল না হলে ২০২৪ সালের লোকসভার লড়াই থেকেও রাহুল ছিটকে যেতে পারেন। আর সেটা রাহুল তথা কংগ্রেসের জন্য আরও বড় ধাক্কা হতে পারে।

এদিকে শুক্রবার নরেন্দ্র মোদী সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলিকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। শুক্রবার দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-ও। এর পরে সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা।

এছাড়াও বিজেপিকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ।টুইট করে কংগ্রেস নেতা লেখেন, ‘আমরা আইনি ভাবে এবং রাজনৈতিক ভাবে এর বিরোধিতা করব। আমরা ভয় পাব না। চুপ থাকব না। আদানির মহা কেলেঙ্কারির তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন না করে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হল। ভারতীয় গণতন্ত্র ওম শান্তি।’রাহুলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

টুইটে মমতা বলেন,”প্রধানমন্ত্রী মোদির নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপির প্রধান টার্গেট। যেখানে ক্রিমিনাল রেকর্ড থাকা বিজেপি নেতারা মন্ত্রিসভায় জায়গা পেয়ে যাচ্ছে। সেখানে বিরোধী নেতাদের স্রেফ ভাষণ দেওয়ার জন্য সাংসদ পদ বাতিল করে দেওয়া হচ্ছে। আজ আমরা সংসদীয় গণতন্ত্রের নতুন অবক্ষয়ের সাক্ষী থাকলাম।”

Related Articles

Back to top button
error: Content is protected !!