খবরজেলা

স্বেচ্ছাসেবী সংগঠন এবং ফ্রেজারগঞ্জ থানার উদ্যোগে ভবঘুরে ফিরলেন নিজের বাড়িতে

বিশ্ব সমাচার, ফ্রেজারগঞ্জ:ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক ভবঘুরে ফিরলেন বাড়িতে। কয়েকদিন আগে ফ্রেজারগঞ্জ এলাকায় রাতে টহলদারির সময় বকখালির কাছে এক ভবঘুরেকে দেখতে পান ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ডিউটিরত অফিসার অজয় দাস। অজয়বাবু ওই ভবঘুরেকে থানায় নিয়ে আসেন। জানা যায়, ওই ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এবং প্রতিবন্ধী। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে যোগাযোগ করা হয় চন্দ্রনাথ বণিক ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে।

যেহেতু এই স্বেচ্ছাসেবী সংগঠন কয়েক মাসের মধ্যে নামখানা এলাকা থেকে বেশ কয়েকজন ভবঘুরের ঠিকানা খুঁজে তাদের বাড়িতে ফিরিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের ফাউন্ডার মেম্বার অভী দাস ফ্রেজারগঞ্জ থানায় এসে ওই ভবঘুরেকে নিয়ে যান। দু’দিন নিজের কাছে ওই প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রেখে তাঁর নাম এবং ঠিকানা জানার চেষ্টা করেন। দু’দিনের প্রচেষ্টায় ওই ব্যক্তির নাম এবং ঠিকানা জানতে পারেন অভী দাস। ওই ব্যক্তির নাম শইফুল ইসলাম (৪০)। বাড়ি বসিরহাটের ভ্যাবলা রেলগেট এলাকায়।

যোগাযোগ করা হয় বসিরহাট থানার সঙ্গে। পাশাপাশি যোগাযোগ করা হয় ওই এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সমরেশ সরদারের সঙ্গে। অবশেষে স্বেচ্ছাসেবী সংগঠন চন্দ্রনাথ বণিক ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার অভী দাসের প্রচে‌ষ্টায় খুঁজে পাওয়া যায় ওই ভবঘুরের বাড়ি। জানা যায়, শইফুল ইসলাম প্রতিবন্ধী থাকার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন দীর্ঘদিন ধরে।

এর আগেও তিনি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। মাসছয়েক বাড়িতে থাকার পর আবারও বেরিয়ে আসেন। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বকখালিতে চলে আসেন সইফুল। বৃহস্পতিবার শইফুলের পরিবারের লোকজন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় আসেন শইফুলকে নিতে। অবশেষে বৃহস্পতিবার বসিরহাটের বাড়িতে ফেরেন সইফুল ইসলাম।

Related Articles

Back to top button
error: Content is protected !!