
স্টাফ রিপোর্টার : টানা কয়েকদিন বৃষ্টির পর রবিবার ফের রাজ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার আকাশ থাকবে মেঘমুক্ত।দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে।শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।
রবিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর।