
স্টাফ রিপোর্টার : তৈরি হতে চলেছে নয়া ইতিহাস। আগামী ৯ এপ্রিল গঙ্গার নীচে দিয়ে প্রথম মেট্রো রেল চলবে।সুরঙ্গ পথে যোগ হবে কলকাতা ও হাওড়া, দুই টুইন সিটি।মেট্রো সূত্রে খবর, আগামী ৯ এপ্রিল প্রথমবার গঙ্গার তলা দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর মহড়া হবে।
এই মহড়া সফল হলে খুলে যাবে মেট্রোর নয়া দিশা। প্রমাণিত হয়ে যাবে গঙ্গার বাধাকে অতিক্রম করতে পারে মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটটি খুলে দেওয়ার সবরকম চেষ্টা করা হচ্ছে।