স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুরু করেছিল শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত।কেবল শিক্ষাক্ষেত্রে নয়, পুরসভা নিয়োগের ক্ষেত্রেও হয়েছে ব্যাপক দুর্নীতি। নেপথ্যে আপাতত অয়ন শীলের হাত থাকাই তথ্য পাচ্ছেন তদন্তকারীরা।অয়ন শীলের অফিসে ম্যারাথন তল্লাশি করার জেরে উদ্ধার হয়েছে পুরসভায় নিয়োগ সংক্রান্ত ৪০০ বেশি ওএমআর শিট। তাই রাজ্যের ৬০ পুরসভায় পাঁচ হাজার বেআইনি নিয়োগ হয়েছে বলে অভিযোগ।
কলকাতা পুরসভা নিয়োগে দুর্নীতি হয়েছে, জানতেন কি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম?বুধবার রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে জানিয়েছেন, “তদন্ত হচ্ছে। আমরা দফতরকেই দেখতে বলেছি, কী কী তথ্য পাওয়া যাচ্ছে, সবটা খতিয়ে দেখা হচ্ছে।আমাদের কাছে যা যা কাগজপত্র আছে রেডি করে রাখতে বলেছি। আদালত তো আমাদের এখনও কিছু অর্ডার দেয়নি। তাই আগ বাড়িয়ে কিছু করব না।
সত্যি কোথাও দুর্নীতি হয়েছে কিনা, তা বিচার্য।” ফিরহাদ হাকিম জানিয়েছেন,এবার থেকে পুরসভাগুলিতে গ্রুপ–ডি নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হবে। গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের তত্ত্বাবধানে। একটি কমিটি গড়ে জেলাশাসক এই নিয়োগ প্রক্রিয়া মনিটরিং করবেন। অন্যান্য নিয়োগ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে।