Thursday, April 25, 2024
spot_img
Homeজেলামৌসুনীর বটতলা নদীতে ডুবে গেল ইট বোঝাই পণ্যবাহী বোট, উদ্ধার কর্মীরা

মৌসুনীর বটতলা নদীতে ডুবে গেল ইট বোঝাই পণ্যবাহী বোট, উদ্ধার কর্মীরা

অমিত মণ্ডল, নামখানা: নদীর নীচে থাকা বোল্ডারে ধাক্কা মেরে ডুবে গেল একটি পণ্যবাহী বোট। বোট থেকে উদ্ধার করা হয়েছে সমস্ত কর্মীকে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনীর বটতলা নদীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌসুনীর বাগডাঙ্গা এলাকায় নদীবাঁধের কাজের জন্য ইট বোঝাই করে আনোয়ারা নামের একটি পণ্যবাহী বোট নিয়ে মাঝি সহ মোট পাঁচজন কর্মী মেদিনীপুরের গেঁওখালি থেকে মৌসুনীর বাগডাঙ্গা এলাকায় আসছিল।

মৌসুনীর বটতলা নদীতে ডুবে গেল ইট বোঝাই পণ্যবাহী বোট, উদ্ধার কর্মীরা

বাগডাঙ্গার নদীবাঁধের কাছে এসে বোটিটিকে নোঙর করার সময় হঠাৎ এই নদীর নীচে থাকা বোল্ডারে ধাক্কা মারে আনোয়ারা নামের পণ্যবাহী বোটটি। বোটের তলা ফেটে গিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করে। বোটের ওপরে থাকা মাঝি সহ অন্যান্য কর্মীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পাড়ে ওঠেন। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ইট বোঝাই থাকার কারণে মুহূর্তে ডুবে যায় বোটটি।

মৌসুনীর বটতলা নদীতে ডুবে গেল ইট বোঝাই পণ্যবাহী বোট, উদ্ধার কর্মীরা

নদীতে জোয়ার থাকার কারণে মঙ্গলবার বিকেল পর্যন্ত বোটটিকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভাটা পড়লে পণ্যবাহী বোর্ড থেকে ইট নামানোর কাজ শুরু করা হয়। এরপর স্থানীয়দের দীর্ঘক্ষণের চেষ্টায় ডুবে যাওয়া বোটটিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে উদ্ধার করা হয়।

Most Popular