Friday, April 19, 2024
spot_img
Homeজেলাগভীর সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি করতে, কৃত্রিম প্রবাল প্রাচীর প্রতিস্থাপনের সিদ্ধান্ত

গভীর সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি করতে, কৃত্রিম প্রবাল প্রাচীর প্রতিস্থাপনের সিদ্ধান্ত

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : এবার মাছের উৎপাদন বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ নিল মৎস্য দপ্তর। গভীর সমুদ্রে কৃত্রিম প্রবাল প্রাচীর প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা অতিরিক্ত মৎস্য আধিকারিক (সামুদ্রিক) পিয়াল সর্দারকে দপ্তর থেকে এই প্রকল্পটি কার্যকর করার দায়িত্বভার দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৩০টি জায়গা বাছাই করা হবে। প্রতি জায়গায় ৭০টি এমন কৃত্রিম প্রবাল প্রাচীর বসানো হবে বলে ঠিক হয়েছে।

গভীর সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি করতে, কৃত্রিম প্রবাল প্রাচীর প্রতিস্থাপনের সিদ্ধান্ত

এই প্রবাল প্রাচীর উপস্থাপন করার পর ছয় মাস থেকে এক বছর অপেক্ষা করা হবে। বিশেষজ্ঞদের আশা এই সময়কালে সেখানে প্রচুর মাছ হবে। এরপর প্রান্তিক এলাকার মৎস্য চাষীদের সেগুলি পরিচর্যা করার জন্য দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। আর এই প্রকল্প ঠিকঠাক সফল হলে সারা বছর মাছ পাওয়া যাবে বলে মৎস্যকর্তারা আশাবাদী।
জানা গিয়েছে, বটম ট্রলিং এর কারণে সমুদ্রে জীব বৈচিত্র্যে অনেক প্রভাব পড়ছে।

গভীর সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি করতে, কৃত্রিম প্রবাল প্রাচীর প্রতিস্থাপনের সিদ্ধান্ত

এবিষয়ে পিয়াল বাবু বলেন, এই উদ্যোগ তামিলনাড়ুতে সফলভাবে কার্যকর করা হয়েছে এবং তার ফলও মিলেছে। কোথায় কোথায় এই প্রবাল প্রাচীর বসানো হবে তার জন্য জায়গা ঠিক করা হবে। এমন উদ্যোগ এর আগে কখনো হয়নি বলেই তিনি জানিয়েছেন।

Most Popular