Tuesday, April 23, 2024
spot_img
Homeদেশকেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী পদ্মা লক্ষ্মী

কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী পদ্মা লক্ষ্মী

সংবাদ সংস্থা: কেরালা হাইকোর্টের প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হলেন পদ্মা লক্ষ্মী। গত রবিবার বার কাউন্সিলে তালিকাভুক্ত হন। কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইজীবী হিসেবে পদ্মা লক্ষ্মীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী। রাজ্যের প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হিসেবে পদ্মা লক্ষ্মীর একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন কেরালার শিল্পমন্ত্রী পি রাজীব।এই কৃতিত্বের জন্য লক্ষ্মীকে শুভেচ্ছা জানান তিনি।

কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী পদ্মা লক্ষ্মী

সমস্ত বাধাকে দূরে সরিয়ে পদ্মা লক্ষ্মীর এই সাফল্য অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বলে টুইট বার্তায় জানান কেরালার শিক্ষামন্ত্রী। তাঁর সাফল্য রাজ্যের অন্যান্য ট্রান্সজেন্ডারকেও আইনি পেশায় আসতে সাহায্য করবে বলেও আশাপ্রকাশ করেন।কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হতে পরে খুশি পদ্মা লক্ষ্মীও। এটাকে মহৎ পেশা হিসেবে মনে করছেন তিনি।

কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী পদ্মা লক্ষ্মী

পিছিয়ে পড়া মানুষের স্বার্থে তিনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন কেরালার প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী। তিনি আরও বলেন যে মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে এমন মামলাগুলিতে আইনজীবী হিসেবে সওয়াল করবেন বলে পরিকল্পনা নিয়েছেন।

Most Popular