
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বাগানে সবজি নিতে গিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে জখম হয়েছে চারজন। তাদের মধ্যে দু’জনের মাথা ফাটে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার মধ্য সীতাকুণ্ড এলাকায়। অভিযোগ, বাগানে সেলিম শেখের দিদি সবজি আনতে গেলে সেখানে সম্পর্কে কাকার পরিবারের সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁকে মারধর শুরু করা হয়। তাঁর চিৎকার শুনে সেখানে যান সেলিম শেখ ও তাঁর পরিবারের সদস্যরা। দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতরা প্রত্যেকেই বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় সেলিমের কাকা ইউনুস আলি শেখ ও সেলিম শেখের মাথা ফাটে। সেলিম শেখ বারুইপুর থানার সিভিক ভলান্টিয়ার।
সিভিক ভলান্টিয়ার সেলিম শেখের অভিযোগ, দিদি বাগানে সবজি আনতে গেলে মারধর শুরু করে কাকা ও তাঁর পরিবারের সদস্যরা।
দিদিকে বাঁচাতে গেলে কাকা ও কাকার পরিবারের সদস্যরা পিছন দিক থেকে মাথায় বাঁশ ও দা দিয়ে আঘাত করেন আমাকে। আমার মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে। পিঠে ও পায়ে দা দিয়ে আঘাত করে। প্রতিবেশীরা আমাকে হাসপাতালে নিয়ে আসেন।
অন্যদিকে, কাকা ইউনিস আলি শেখ অভিযোগ করেন, সেলিম ও তাঁর পরিবারের সদস্যরা তাঁদের উপর হামলা চালিয়েছেন। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে। অন্যান্য সদস্যদেরও মারধর করেন। তাঁরাও আহত হয়েছেন। উভয় পক্ষই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।