Monday, December 4, 2023
Homeজেলাবকখালি থেকে বেহালা পর্যন্ত রাস্তায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করার নির্দেশ হাইকোর্টের

বকখালি থেকে বেহালা পর্যন্ত রাস্তায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করার নির্দেশ হাইকোর্টের

রাস্তার ধারের সরকারি জমি দখল করে রেখেছে বহু মানুষ। আর সেই কারণেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও পূর্ত দফতরকে কার্যত ভৎর্সনা করল হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, বেহালা থেকে বকখালি পর্যন্ত ১০০ কিলোমিটার রাস্তার দু’পাশের বেআইনি দখলদারেরা দখল করে রেখেছে। আগামী ১৪ দিনের মধ্যে সবাইকে উচ্ছেদ করতে হবে।

বকখালি থেকে বেহালা পর্যন্ত রাস্তায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করার নির্দেশ হাইকোর্টের

তবে এই বিষয়ে মূল মামলা ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি লাগোয়া করঞ্জলী বাজার এলাকার বেআইনি দখল নিয়ে। ওই এলাকায় অনেক আগেই উচ্ছেদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তা কার্যকর হয়নি। তা নিয়েই উঠেছে প্রশ্ন। হাইকোর্ট এই মামলার শুনানিতে বলা হয়েছে, নির্দেশ দেওয়া সত্ত্বেও পূর্ত দফতর অকারণ দেরি করছে কেন? কেন নির্দেশ কার্যকর করতে বিলম্ব হচ্ছে, এতে কারোর হাত রয়েছে কিনা, সেই রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট।

বকখালি থেকে বেহালা পর্যন্ত রাস্তায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করার নির্দেশ হাইকোর্টের

তবে এদিন আদালতের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৯শে মার্চের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। তারপর ৩১শে মার্চ আদালতে এসে জানাতে হবে, কী হল? এদিকে এই নির্দেশের পর কার্যত শোরগোল পড়ে গিয়েছে এই এলাকা জুড়ে।

Most Popular