খবরজেলা

নামখানায় বাংলাদেশি বার্জ থেকে উদ্ধার কর্মীর ঝুলন্ত দেহ

রবীন্দ্রনাথ মণ্ডল ও অমিত মণ্ডল, নামখানা: বাংলাদেশি বার্জ থেকে এক কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার বার্জ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নামখানা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর থাকা এমভি গ্লোব ৩ নামের ওই বার্জ থেকে সাইফুল ইসলাম নামে ওই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃত ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের নোয়াখালি এলাকায়। পুলিশ বার্জে থাকা অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর কারণ জানার চেষ্টা চালাচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। নামখানা থানার পুলিশ সাইফুল ইসলামের দেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পাশাপাশি সাইফুলের পরিবারকেও খবর পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!