গোসাবাতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ও খড়্গপুর আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে মন্ত্রী
বান্টি মুখার্জি, গোসাবা: আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছিল। শনিবার সুন্দরবনের দ্বীপাঞ্চল গোসাবাতে আচমকাই রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান হাজির হন। গোসাবার বিডিও অফিসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক এবং খড়গপুর আইআইটি কলেজের বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক করেন।
বৈঠকে আগামী দিনে কীভাবে সুন্দরবনকে রক্ষা করা যাবে, তা নিয়ে আলোচনা হয়। যেভাবে বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে, সেই পরিস্থিতিতে সুন্দরবনের দ্বীপাঞ্চলগুলিকে কীভাবে রক্ষা করা যায়, তা নিয়েও মন্ত্রী জরুরি বৈঠক করেন। বৈঠকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খানের পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন পরিষদ মন্ত্রী বঙ্কিম হাজরা, গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল সহ অন্যরা। বঙ্কিমবাবু জানান, বিগত দিনে বিভিন্ন সাইক্লোনের কারণে সুন্দরবনের একাধিক জায়গায় নদীবাঁধ ভঙ্গুর অবস্থায় রয়েছে।
বিপর্যয় মোকাবিলার পাশাপাশি সুন্দরবনের নদীবাঁধগুলির উপরে যাতে রাজ্য সরকার আর একটু নজর দেয়, সে বিষয়ে জোর দেওয়া হবে।মন্ত্রী জাভেদ খান জানান, বিপর্যয় মোকাবিলা দপ্তরের পাশাপাশি রাজ্যের সমস্ত দপ্তরকে এগিয়ে আসতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে, যাতে আগামী দিনে নদীবাঁধগুলি কংক্রিটের তৈরি করে সুন্দরবনকে রক্ষা করা যায়।