খবরজেলা

ক্যানিংয়ের গ্রামের মানুষের সমস্যার কথা শুনে প্রতিকারের আশ্বাস দিলেন বিধায়ক

বিশ্ব সমাচার, ক্যানিং: শনিবার সকালে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে গিয়েছিলেন দিদির সুরক্ষা কবচের প্রচারের জন্য। গ্রামের মানুষের বাড়িতে বিধায়ক হাজির হওয়ার আগেই পথে কয়েকশো মানুষ বিধায়ককে ছেঁকে ধরেন। গ্রামে পানীয় জলের সংকট নিয়ে সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন।

গ্রামবাসীদের দাবি, এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। কোনও সুরাহা হচ্ছে না। দিদির দূত তথা আমাদের বিধায়ককে কাছে পেয়ে পরিস্থিতির কথা জানিয়েছি। বিধায়ক সব শুনেছেন। তিনি জানিয়েছেন, পানীয় জলের জন্য পাইপলাইনের কাজ চলছে। কাজ শেষ হলেই পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, যাতে এলাকায় পানীয় জলের সমস্য না হয়, তার জন্য খুব শীঘ্রই ব্যবস্থা করে দেবেন গ্রামে। এককথায় বিধায়ক আমাদের সুরক্ষার আশ্বাস দিয়েছেন।

বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন, দিদির সুরক্ষা কবচে প্রচারে গিয়েছিলাম। গ্রামের মানুষ অভাব অভিযোগ জানিয়েছেন। বিশেষ করে বৈকুণ্ঠপুর গ্রামে পানীয় জলের সমস্যা রয়েছে। সেটা আমি নিজেই উপলব্ধি করেছি। জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইনের কাজ চলেছে।

কাজ শেষ হলেই সমস্যা মিটে যাবে। তবে এলাকার বাসিন্দাদের সুবিধার জন্য ‘দিদির সুরক্ষা কবচ’-এ খুব শীঘ্রই এলাকায় একটি সাব-মার্শাল বসানো হবে। যাতে পানীয় জলের সমস্যা না হয়।

Related Articles

Back to top button
error: Content is protected !!