খবরজেলা

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে তিন ছাত্রী অসুস্থ হয়ে বারুইপুর হাসপাতালে

বিশ্ব সমাচার, বারুইপুর: শনিবার ছিল উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। কিন্তু পরীক্ষা দিতে এসে তিনজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। এঁদের মধ্যে দু’জন ছাত্রী বারুইপুরের রাসমণি বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী। একজনের নাম দিশা মণ্ডল(১৮), বাড়ি বারুইপুর থানার অন্তর্গত উকিল পাড়ায়। অপরজনের নাম ইশা শেখ(১৮), বাড়ি বারুইপুর থানার খোদারবাজার এলাকায়। এঁদের সিট পড়েছিল বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর গার্লস হাই স্কুলে।

পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় বারুইপুর গার্লস স্কুলের কর্মীরা এবং বারুইপুর মহিলা থানার পুলিশের সহযোগিতায় সঙ্গে সঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাঁদের চিকিৎসা করেন। পরে সেখানে কঠোর নিরাপত্তায় তাঁরা পরীক্ষা দেন। উচ্চ মাধ্যমিক বোর্ডের কর্মীরা এসে হাসপাতালের একটি গৃহে তাঁদের পরীক্ষার বন্দোবস্ত করেন।

সহযোগিতা করেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ।অপরদিকে, মল্লিকপুর গার্লস স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুজানা খাতুনও(১৮) হয়ে পড়েন এদিন। তাঁর বাড়ি বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর বেনিয়াডাঙা অঞ্চলে। তাঁর পরীক্ষার সিট পড়েছিল মল্লিকপুর বয়েজ স্কুলে।

পরীক্ষা চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রায় দেড় ঘণ্টা চিকিৎসার পরে তাঁর পরিবারের লোকেরা জানান, সুজানা আর পরীক্ষা দিতে পারবেন না। তিনিও খুব অসুস্থ বোধ করেন।

Related Articles

Back to top button
error: Content is protected !!