
স্টাফ রিপোর্টার : শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠছে,তখন দলের বৈঠকে বড় নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার কালীঘাটে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকের মাঝেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মমতা বলেন, ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত চিরকুটে যাদের চাকরি হয়েছে তাদের নামের তালিকা তৈরি করতে হবে।
তৃণমূল সূত্রে খবর, এদিন ব্রাত্যর উদ্দেশে দিদি বলেন, ‘ওরা চাকরিতে দুর্নীতি হচ্ছে বলে খুব বড় বড় কথা বলছে। কিন্তু চিরকুট দিয়ে কারা কারা চাকরি করছিল তাদেরও তো নাম সামনে আসা প্রয়োজন।’এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উনি বলেছিলেন বিকাশ ভট্টাচার্যের সময়কার ফাইল খুলবেন।
দেখা গেল তারপরের দিন ইডি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন এবং তাঁকে গ্রেফতার করলেন। গত আট মাসে গোটা শিক্ষা দফতরটাই জেলে চলে গিয়েছে। উনি আজ আবার বলেছেন। জানি না কাল আবার কী হবে।’