খবররাজ্য

থানা নয়, এবার মিটিং-মিছিলের অনুমতি দেবে জেলা পুলিশের দপ্তর

স্টাফ রিপোর্টার : মিছিল বা সভার অনুমতি দিয়ে রাজ্য তথা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযো উঠেছে। বিশেষত বিরোধী দলগুলির তরফে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। এবার গোটা রাজ্যে যে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের সভা বা মিছিলের অনুমতির ক্ষেত্রে নয়া বিধি জারি করল কলকাতা হাইকোর্ট। এবার থেকে আর মিছিলের অনুমতি দেবে না স্থানীয় থানা।

যে কোনও রাজনৈতিক দলকে অনুমতি দিতে হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার বা কমিশনারেটের কাছ থেকে। হাইকোর্টের নির্দেশ, কোন দল কখন, কোন সময়ে মিটিং-মিছিলের আরজি করল, তা একটি রেজিস্টারে নথিভুক্ত করে রাখতে হবে। ক্রমিক সংখ্যা অনুযায়ী আবেদন বিবেচনা করে অনুমতি দেওয়া হবে। কতজন যোগ দিতে পারে তার সংখ্যা, কোথায় করতে চায় সেই জায়গা বা মিছিলের রুট জানতে হবে পুলিশকে।

স্থানীয় থানাকে নিশ্চিত করতে হবে, মিছিল বা সভা নিয়ে কোনও অশান্তি যেন না হয়। বাইরের কোনও লোক যাতে গোলমাল না করতে পারে। পাশাপাশি শব্দ বিধির দিকেও নজর দিতে হবে। হাই কোর্টের নির্দেশ, আবেদনের রেজিস্টার যাতে অনলাইনে দেখা যায় সেটা নিশ্চিত করতে হবে জেলাগুলিকে।

সম্প্রতি ভাঙড়ে সিপিএমের সভার অনুমতি নিয়ে তৈরি হয় জটিলতা। শেষে আদালতের দ্বারস্থ হয় সিপিএম। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সেখানে একদিকে মিছিলের অনুমতি পেয়েছে সিপিএম, অন্যদিকে নয়া বিধিও তৈরি করে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!