
স্টাফ রিপোর্টার : ওড়না দিয়ে বেঁধে সাত বছরের শিশুকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।যদিও পরিচারিকা দেখে নেওয়ায় প্রাণে বেঁচে যায় ওই বাচ্চাটি। নরেন্দ্রপুরের একটি অভিজাত আবাসনে এই ঘটনাটি ঘটেছে। বাড়ির পরিচারিকা অনিমা নস্কর জানান, তিনি ঘরে ঢুকেই দেখেন বাচ্চাটি ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ছেলেটিকে তুলে ধরেন তিনি।
এরপর বাচ্চাটির মা এসে ফাঁস কাটে। বাচ্চাটিকে নামিয়ে ওই পরিচারিকা আশেপাশের লোকজনকে ডাকতে যেতেই দোতালার ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঝাঁপ দেয় সেই মহিলা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি সে।ঘটনায় স্ত্রী’র বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত মহিলার স্বামী মুনির আহমেদ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।