খবররাজ্য

কুন্তলের থেকে নেওয়া টাকা ফেরালেন বনি, সোমা

স্টাফ রিপোর্টার : কুন্তল ঘোষের থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকা ইডি-কে ফিরিয়ে দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে যোগসূত্র পাওয়ার পর ইতিমধ্যেই অভিনেতাকে দু’ বার জেরা করেছে ইডি৷ তার পরেই বনি সেনগুপ্ত টাকা ফিরিয়ে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর৷ ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে বনি টাকা ফিরিয়েছেন বলে খবর।বনির দাবি ছিল, ২০১৭ সাল নাগাদ গাড়ি কেনার জন্য তাঁকে এই টাকা দিয়েছিলেন কুন্তল৷

সিনেমায় অভিনয় করার অগ্রিম হিসেবে টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন অভিনেতা৷ পরে কুন্তলের ব্যবস্থাপনায় বিভিন্ন শো এবং অনুষ্ঠানে হাজির হয়ে তিনি নিজের পারিশ্রমিক বাবদ তিনি সেই টাকা মিটিয়েছিলেন বলে দাবি করেছিলেন অভিনেতা৷একা বনি নন, কুন্তলকে গ্রেফতারের পর সোমা চক্রবর্তী নামে দক্ষিণ কলকাতার একটি নেল আর্ট পার্লারের মালিকের নামও পেয়েছিল ইডি।

কয়েক বছর আগে কুন্তলের থেকে প্রায় আধ কোটি টাকারও বেশি গিয়েছিল সোমার অ্যাকাউন্টে। তাঁকেও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সূত্রের খবর, বনির মতো ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন সোমা চক্রবর্তীও৷জানা গিয়েছে, যে অ্যাকাউন্ট থেকে এই টাকা পেয়েছিলেন, সেই অ্যাকাউন্টেই তা ফেরত পাঠিয়েছেন বনি এবং সোমা৷ ওই অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করেছে ইডি৷

Related Articles

Back to top button
error: Content is protected !!