Wednesday, April 24, 2024
spot_img
Homeদেশভারতীয় সেনার কপ্টার দুর্ঘটনায় মৃত দুই পাইলটসহ ৩

ভারতীয় সেনার কপ্টার দুর্ঘটনায় মৃত দুই পাইলটসহ ৩

সংবাদ সংস্থা : ফের অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার। বৃহস্পতিবার সকাল সোয়া ন’টা নাগাদ এয়ার ট্রাফিক থেকে নিরুদ্দেশ হয়ে যায় ভারতীয় সেনার চিতা চপারটি। সারাদিন ধরে তল্লাশি চালানোর পরে হেলিকপ্টারের দুই পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়। সেই সঙ্গে পাওয়া যায় চপারের ধ্বংসাবশেষও।জানা গিয়েছে, এদিন সকালে একটি চিতা হেলিকপ্টার অসমের শোনিতপুরের উদ্দেশে রওনা দিয়েছিল।

ভারতীয় সেনার কপ্টার দুর্ঘটনায় মৃত দুই পাইলটসহ ৩

লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট ছিলেন হেলিকপ্টারে। টেক অফের মাত্র ১৫ মিনিটের মধ্যেই রেডার থেকে হারিয়ে যায় চপারটি। সঙ্গে সঙ্গে সেনার পাঁচটি উদ্ধারকারী দল নিরুদ্দেশ হেলিকপ্টারের সন্ধান শুরু করে।সারাদিন ধরে উদ্ধারকাজ চলেছে বলেই জানিয়েছে ভারতীয় সেনা।

ভারতীয় সেনার কপ্টার দুর্ঘটনায় মৃত দুই পাইলটসহ ৩

বমডিলার পশ্চিমে মান্ডালা এলাকায় ভেঙে পড়ে চপারটি। ভাঙা চপারটি দেখতে পান স্থানীয়রাই। তবে এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ তখনও হেলিপকপ্টারে আগুন জ্বলছিল। পরে সেনার তরফে জানানো হয়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কপ্টারে থাকা দুই পাইলটের।

Most Popular