
স্টাফ রিপোর্টার : স্কুল নয়, আপাতত গ্রামের কোনও এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা।বিতর্কের মধ্যে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল বাঁকুড়া জেলা পুলিশ। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে আরও ভাল সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। কিছু মানুষ এই উদ্যোগকে বিদ্যালয়ের নিয়মিত ক্লাসকে প্রতিস্থাপনের প্রচেষ্টা হিসাবে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
যা সম্পূর্ণ মিথ্যা, বিকৃত, ভুল তথ্য।’’এই উদ্যোগের সঙ্গে বিদ্যালয়ের ক্লাসের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। তিনি বলেন, ‘‘আমাদের অঙ্কুরের কর্মসূচি সামান্য পরিবর্তন হচ্ছে। স্কুলের বদলে আমরা অন্য জায়গায় এই কর্মসূচি করব। স্কুলে করতে হলে সংশ্লিষ্ট দফতরের অনুমতি নিয়ে তা করা হবে।’’ এর পরই তিনি জানিয়েছেন যে, স্কুলের নির্দিষ্টি সময়ের আগে বা পরে এই ক্লাস নেওয়া হবে।
এর সঙ্গে স্কুলের ক্লাসের কোনও সম্পর্ক নেই। তাঁর ব্যাখ্যা, গ্রামের অনেক পড়ুয়াই আলাদা করে টিউশন নেওয়ার সুযোগ পায় না। তাই তাদের দক্ষতা বাড়াতেই স্কুলের সময়ের বাইরে ‘বিশেষ পাঠ’ দেবেন সিভিক ভলান্টিয়াররা। জেলা পুলিশের বিবৃতিতেও বলা হয়েছে, ‘‘আন্তর্জাতিক মানের শিক্ষাবিজ্ঞানের যে ক্লাসগুলি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে তা সম্পূর্ণ বিনামূল্যে কোচিং ক্লাসের আকারে বিদ্যালয়ের নিয়মিত ক্লাসের পাশাপাশি চলবে।’’
এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেছেন, ‘‘যদি এটা সত্যিই সাপ্লিমেন্টারি ক্লাস হয়, তাতে কোনও আপত্তি নেই। কিন্তু, যদি এমনটা হয় যে, স্কুলে শিক্ষক নেই বলে সেখানে পড়ানো হচ্ছে (সিভিক ভলান্টিয়ারদের দিয়ে), সেটা ঠিক নয়।