
স্টাফ রিপোর্টার : বাঁকুড়ায় সিভিক ভলান্টিয়ারদের দিয়ে স্কুলের ক্লাস নেওয়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত।প্রাথমিকে পড়ুয়াদের অঙ্ক এবং ইংরাজির ‘বিশেষ পাঠ’ দেবেন সিভিক ভলান্টিয়াররা। বুধবার এই খবর প্রকাশ্যে আসে। জানা যায়, একটি বেসরকারি সংস্থার সাহায্যে বাঁকুড়া জেলা পুলিশের তরফে ‘অঙ্কুর’ নামের এই প্রকল্পের কথা জানানো হয়েছে। স্কুলে ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা, এই খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।মুখ খুলেছেন স্বয়ং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ।
সিভিক ভলান্টিয়ারদের দিয়ে স্কুলে বাচ্চাদের ক্লাস করানোকে বর্তমান শতাব্দীতে ‘পশ্চিমবঙ্গের লজ্জা’ বলে তোপ দেগেছেন তিনি। রাজ্যের শিক্ষাব্যবস্থা সঠিকভাবে চালাতে না পারলে রাজ্য সরকার যাতে দায়িত্ব ছেড়ে দেয়, এমন কটাক্ষও শোনা গিয়েছে তাঁর গলায়। এমন পরিস্থিতির মধ্যে এবার পদক্ষেপ করল শিক্ষা দফতর। বাঁকুড়ায় সিভিক ভলান্টিয়ারদের দিয়ে পড়ানো আপাতত স্থগিত রাখা হচ্ছে।
কেন দফতরের অনুমোদন ছাড়াই স্থানীয় জেলা প্রশাসন এমন একটা সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিষয়ে রিপোর্ট তলব করেছে শিক্ষা দফতর। জেলাশাসক ও পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন বিভাগীয় সচিব। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু)।শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার হয়ত স্থানীয় স্তরে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই বিষয়ে শিক্ষা দফতরের থেকে কোনও অনুমোদন নেই।
তাই বিভাগীয় সচিব তাঁদের জানিয়েছেন, এই বিষয়ে অনুমোদন চেয়ে আবেদন করতে। শিক্ষা দফতরের কাছে সেই আবেদন এলে, তা প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাডেমিক কাউন্সিলের কাছে পাঠাতে হবে। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে, তবেই এই বিষয়টি বিবেচনা করে দেখা যেতে পারে। তাই আপাতত সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ক্লাস করানোর এই সিদ্ধান্ত স্থগিত রাখতে বলা হয়েছে।