
বান্টি মুখার্জি, ক্যানিং: অন্যবদ্য ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেল ক্যানিং থানার এক পুলিশ আধিকারিককে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তাঁর প্রশংসা করছেন সাধারণ মানুষজন। সাধারণত পুলিশ সম্পর্কে মানুষের একটা অন্য ধারণা আছে। কেউ কেউ পুলিশকে চোর, মস্তান, রাজনৈতিক নেতাদের আশ্রয়দাতা বলেও ভাবেন। পুলিশের ভূমিকা নিয়ে মানুষের বিস্তর নেতিবাচক অভিযোগ শোনা যায়।
সমাজে চোর, গুন্ডা, মস্তানদের শায়েস্তা করা ছাড়াও যে পুলিশকে মাঝেমধ্যে অন্য ভালো ভূমিকাতেও দেখা যায়, অনেকে তা ভাবতে পারেন না। সমাজে পুলিশ সম্পর্কে একটা ভিন্ন ধারণা থাকলেও কোনও কোনও পুলিশ অফিসার যে সামাজিক কাজেও এগিয়ে আসেন, সেই অনন্য নজির সৃষ্টি করলেন সুন্দরবনের প্রবেশদ্বার নামে খ্যাত ক্যানিং থানার বর্তমান আইসি সৌগত ঘোষ।
অসামাজিক লোকজনকে শায়েস্তা করার পাশাপাশি এবার সৌগতবাবুকে থানা এলাকার একটি স্কুলে শিক্ষকের ভূমিকায় দেখতে পেয়ে সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে ধারণা বদলে গেল। তাঁদের দাবি, সব পুলিশ যদি সমাজের কল্যাণে নিজেদেরকে উজাড় করে দিতেন, তাহলে সমাজটা অনেকটাই বদলে যেত।