Monday, December 4, 2023
Homeদেশভারতীয় সেনাবাহিনীর বিমান দুর্ঘটনা, নিখোঁজ ৪

ভারতীয় সেনাবাহিনীর বিমান দুর্ঘটনা, নিখোঁজ ৪

সংবাদ সংস্থা : বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের মান্দালার কাছে দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার।দু’জন ক্রুম্যান, একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর এখনও পর্যন্ত নিখোঁজ হয়েছেন ঘটনায়। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এদিন সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর বিমান দুর্ঘটনা, নিখোঁজ ৪

জানানো হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার অরুণাচল প্রদেশের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হেলিকপ্টারের সঙ্গে। ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

Most Popular