
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বুধবার রাতে বারুইপুরের উত্তরভাগে বাইক দুর্ঘটনায় এক অনুষ্ঠান সঞ্চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সাবিরুল নাইয়া (২৬)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত জয়নগর ২ মনিটট এলাকায়।পরিবার সূত্রে খবর, বুধবার রাতে উত্তরভাগে একটি অনুষ্ঠানে তিনি সঞ্চালনা করেন।
অনুষ্ঠান থেকে বাড়ি যাওয়ার সময় উত্তরভাগের কাছে বাইক দুর্ঘটনায় সাবিরুলের মৃত্যু হয়। বৃহস্পতিবার বারুইপুর থানার পুলিশ দেহটি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, বারুইপুর-ক্যানিং রোডে সাবিরুল বাইক নিয়ে আসছিলেন। রাস্তায় বাইকের চাকা নিয়ন্ত্রণ হারালে তিনি পড়ে যান।
তাঁকে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা তাঁর চিকিৎসা করলেও কিছুক্ষণ পরে সাবিরুলের মৃত্যু হয়। জানা গিয়েছে, তাঁর মাথায় হেলমেট ছিল না। সেজন্য তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। অত্যধিক রক্তক্ষরণের ফলে সাবিরুলের মৃত্যু হয়েছে।