
অমিত মণ্ডল ও রবীন্দ্রনাথ মণ্ডল, নামখানা: নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল নামখানা থানার পুলিশ। নামখানা ব্লকের রাজনগর গ্রামের পাশে চিলাপাড়া নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে তাহের খান ও লুৎফর খান নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে নামখানা থানার পুলিশ।
দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা অভিযোগ তুলেছিলেন, শাসকদলের কিছু নেতার মদতে চিলাপাড়া নদীর চর থেকে কিছু অসাধু ব্যক্তি মাটি কেটে বিক্রি করছে। যার ফলে নদীর পাশে থাকা রাস্তার ক্ষতি হচ্ছে। গ্রামবাসীরা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।
কয়েকদিন কাটতে না কাটতেই আবার অবৈধভাবে নদীর চর থেকে মাটি কাটার কাজ শুরু হয়। অবৈধভাবে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ পেয়ে নামখানা থানার পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাহের খান ও লুৎফর খান নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ধৃতদের বিরুদ্ধে পুলিশ ৭২/২৩ ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্ত দুই ব্যক্তিকে বৃহস্পতিবার কাকদ্বীপ আদালতে তোলা হয়। এই ঘটনার পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে জানার চেষ্টা করছে নামখানা থানার পুলিশ।