
স্টাফ রিপোর্টার : সোমবার পর্যন্ত রাজ্যে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কাল দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে কালবৈশাখী। শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের গতিবেগ দুটোই বাড়বে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া সোম বা মঙ্গলবার পর্যন্ত চলতে পারে।পাশাপাশি,উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। রবিবার পর্যন্ত এমন আবহাওয়া চলার আশঙ্কা।