
স্টাফ রিপোর্টার : গরু পাচার মামলায় ফের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে দিল্লি তলব করল ইডি।আগামী সপ্তাহে তাঁকে সমস্ত নথিপত্র নিয়ে দিল্লির ইডি অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।এর আগে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে গরু পাচার মামলায় একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। চলতি বছরের প্রথম দিকে তাঁর বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে।
শুধু তাই নয়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় জাকির হোসেনের অফিস, কারখানায় তল্লাশি চালানো হয়। তৃণমূল বিধায়কের বাড়ি থেকে এত সম্পত্তি উদ্ধার হওয়া নিয়ে বিজেপি সমালোচনা শুরু করলেও দল জাকির হোসেনের পাশে দাঁড়িয়েছিল। তৃণমূলের তরফে বলা হয়, জাকির ব্যবসায়ী। সেই সূত্রেই তাঁর কাছে নগদ টাকা থাকা স্বাভাবিক। অবৈধ লেনদেন হয়েছে কিনা, তা তো প্রমাণসাপেক্ষ।
তাই এখনই এনিয়ে সমালোচনার কিছু হয়নি।এবার জাকিরকে ইডি তলব নিয়ে ইডি সূত্রে খবর, সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক গরু পাচার কাণ্ডে জড়িত বলে মনে করছেন তদন্তকারীরা। সেই কারণে ব্যাংকের সমস্ত নথিপত্র এবং যাবতীয় আর্থিক লেনদেনের কাগজপত্র নিয়ে তাঁকে যেতে হবে দিল্লির ইডি কার্যালয়ে।