
স্টাফ রিপোর্টার : ঝড়বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে সমস্ত জেলার কর্মীদের ছুটি বাতিল করল বিদ্যুৎ দফতর। বৃহস্পতিবা সমস্ত জেলার বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার চলাকালীন সমগ্র রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে, সে বিষয় নিয়ে প্রস্তুত।
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য দফতরের সমস্ত কর্মীরা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।আগামী ২৮ মার্চ পর্যন্ত বিদ্যুৎ দফতরের সমস্ত কর্মীদের সব রকমের ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ১৫ মার্চ সন্ধ্যায় ঝড় ও শিলা বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ১০০ পোল ভেঙেছে, ২৫০ জায়গায় লাইনে গাছ পড়ে তার ছিঁড়ে গিয়েছে। বজ্রপাতে ইনসুলেটার নষ্ট হয়েছে বহু জায়গায়। যুদ্ধকালীন তৎপরতায় তিনশোর অধিক বিদ্যুৎকর্মী ও অফিসার কাজ করে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করেছেন।