
স্টাফ রিপোর্টার : আরও একবার দুর্নীতিতে তাঁর নিজের যোগসূত্রের কথা পুরোপুরি অস্বীকার করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হেফাজত শেষে বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৩জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। এদিন পার্থ বলেন, “আমি নিয়োগকর্তা নই। আমি মন্ত্রী ছিলাম। আমি এই কাজকে সমর্থন করি না। করব না। স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজের আইনে চলে।”
এর আগে গত ২ মার্চও আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয় তাঁদের। সেই সময়ও পার্থ প্রায় একই দাবি করেছিলেন। স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মতো স্বশাসিত সংস্থা নিজেদের নিয়মে চলে বলেই দাবি করেছিলেন পার্থ। নিয়োগের ক্ষেত্রে তাঁর আদৌ কোনও ভূমিকা ছিল না বলেও জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এছাড়া এদিন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া প্রসঙ্গেও মুখ খোলেন।
ববি হাকিম না চিনলেও, তাঁকে তাঁর পরিবারের লোকেরা চেনেন বলেই দাবি করেন বলেই খবর। আগামী ২৩ মার্চ ফের পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৩ জনকে আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।