
বিশ্ব সমাচার, কাকদ্বীপ : এক নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হল অভিযুক্ত। ওই অভিযুক্তকে ২০ বছরের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের জেল। বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতের বিচারক সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, ২০১৯ সালে ঢোলাহাট থানা এলাকায় ওই নাবালিকাকে জোর করে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে রাজু হোসেন পুরকাইত নামে ওই অভিযুক্ত।
ঘটনার পর থেকে ফেরার ছিল সে। দেড় মাস বাদে পুলিস গ্রেপ্তার করে তাকে। লকডাউনের জন্য দু’বছর কোনও শুনানি হয়নি। অবশেষে ১৪ জন সাক্ষীর বয়ান ও সওয়াল জবাবের শেষে এদিন বিচারক দোষীকে সাজা ঘোষণা করেন। কাকদ্বীপ আদালতের সরকারি আইনজীবী অমিতাভ রায় বলেন, গ্রেপ্তারেরর পর একবারও জামিন পায়নি অভিযুক্ত। তিনবার হাইকোর্টে জামিন নাকচ হয়েছে। এদিন বিচারক সাজা ঘোষণার পাশাপাশি নির্যাতিতাকে তিন লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশও দিয়েছেন।