Saturday, April 20, 2024
spot_img
HomeUncategorized২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৪৮টি দেশ

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৪৮টি দেশ

সংবাদ সংস্থা : ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে দল বাড়ানোর বিষয়টি ফিফার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।আগামী ২০২৬ সালে ৩২টি দলের জায়গায় বিশ্বকাপ হবে ৪৮টি দলকে নিয়ে। ফিফার নতুন ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের বিশ্বকাপ শুরু হবে ২৫ মে। আর ফাইনাল হবে ১৯ জুলাই। বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ফরম্যাটেও হবে কিছু বদল।

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৪৮টি দেশ

যেখানে গ্রুপ করা হবে চারটি দলের। সব মিলিয়ে হবে ১২টি গ্রুপ। গ্রুপের সেরা দুটি দল রাউন্ড অফ ৩২ এ জায়গা করে নেবে। ১২টি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে শেষ করা দলগুলোর মধ্যে সেরা ৮টি দল যোগ দেবে তাঁদের সঙ্গে। ফিফা কাউন্সিলের সভায় বিভিন্ন বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য নিঃসন্দেহে ৪৮টি দলের বিশ্বকাপ। সব মিলিয়ে ১০৪টি খেলা হবে আগামী বিশ্বকাপে।

Most Popular