Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যব্যস্ত শাহরুখ, দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

ব্যস্ত শাহরুখ, দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের সভাগৃহে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশনের বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন দেব, বাবুল সুপ্রিয় এবং বাকি সকলেই। বৈঠক চলাকালীনই দেবকে বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দেন মমতা। বলেন, “আমাদের শাহরুখ আছে।

ব্যস্ত শাহরুখ, দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

একটা ভিডিও করে দিয়েছিল ও। কিন্তু ও তো খুব ব্যস্ত। সময় পায় না। দেব তুমি বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে একটু কাজ করবে!” ২০২০ সালে বলিউড তারকা শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার দেবকে প্রস্তাব দিলেও মমতা উল্লেখ করেছেন, শাহরুখ যেমন ব্র্যান্ড অ্যাম্বাসাডর আছেন, তেমনই থাকবেন।

ব্যস্ত শাহরুখ, দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

এই মুহূর্তে বাংলার পর্যটন বিভাগের দায়িত্বে বাবুল সুপ্রিয়। তাঁর সামনেই দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার কথা বলেন মমতা। তিনি বলেন, “এই দেবকে বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করো তো তোমরা! আগে একটা ভাল করে পর্যটন নিয়ে ভিডিও বানিয়ে নাও। তার পর দেবরা মিলে করুক।”এ নিয়ে দেবের মতামতও চান মমতা।

ব্যস্ত শাহরুখ, দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর

প্রশ্ন করেন, “দেব তুমি কিছু বলবে?” তাতে হেসে ফেলেন দেব। এদিক ওদিক তাকিয়ে জবাব দেন, “না না, কিছু বলব না।” তবে মমতার এই প্রস্তাব মনঃপুত হয় সভাকক্ষে উপস্থিত প্রায় সকলেরই। সকলেই মমতার প্রস্তাবে সায় দেন। হাসিমুখে সম্মতি দেন।

Most Popular