রফিকুল ঢালী, কুলতলি: বুধবার বিকালে সিপিএমের কুলতলি এরিয়া কমিটির উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল কুলতলি ব্লকের জামতলা বাজারে। গড়র্দেয়ানি অঞ্চলের ঠাকুরের চক গাজিপাড়ায় সোমবার সকালে অঞ্চল সম্মেলনে যাওয়ারর পথে কুলতলির প্রাক্তন বিধায়ক রামশংকর হালদার সহ একাধিক কর্মীর উপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা করে বলে অভিযোগ।
প্রতিবাদে এদিন বিকালে ধিক্কার মিছিল বেরোয়। টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন সিপিএমের কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল, রামচন্দ্র নস্কর, মাধব হালদার সহ সিপিএমের একাধিক নেতা। কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।