খবররাজ্য

বই খুলে লিখতে দিতে হবে, না দেওয়ায় ভাঙচুর পরীক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার : পরীক্ষায় নকল করতে দেওয়ার দাবিতে শিক্ষকদের শারীরিক হেনস্থা করার অভিযোগ কলেজ ছাত্রদের বিরুদ্ধে। এই দাবিতে পথ অবরোধ ও কলেজ ভাঙচুরও করল তারা।ঘটনার সূত্রপাত মঙ্গলবার।শেখপাড়া জিডি কলেজে মঙ্গলবার থার্ড সেমেস্টারের পরীক্ষা ছিল। সেখানে ডোমকল বসন্তপুর কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শেষে টোকাটুকি করতে দিতে হবে এই দাবিতে কলেজে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্রদের একাংশ।

ক্লাসরুমের আসবাব, ফ্যান ছাড়াও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এমনকী বাধা দিলে কলেজের শিক্ষকদেরও নিগ্রহ করে ছাত্ররা।তাঁদের দাবি ছিল বই খুলে লিখতে দিতে হবে। কোনওরকম গার্ড দেওয়া চলবে না।সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই বুধবার কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, পরীক্ষা হলে আর পিচবোর্ড নিয়ে ঢুকতে দেওয়া হবে না। সেটা বোর্ডের নিয়মের মধ্যেও পড়ে।

বুধবার তাতেই ক্ষেপে যায় পড়ুয়ারা।পরীক্ষা কেন্দ্রে পিচবোর্ড নিয়ে ঢুকতে না দেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। খবর পেয়ে ফের পৌঁছয় পুলিশ। তারা অবরোধ তোলে। ছাত্রদের দাবি, টোকাটুকি করতে দিতে হবে।

পর পর ২ দিন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন কলেজের শিক্ষকদের একাংশ। ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ফের উত্তেজনা ছড়িয়ে পড়া রুখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

Related Articles

Back to top button
error: Content is protected !!