
রফিকুল ঢালী, কুলতলি: স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল কুলতলিতে। স্ত্রীকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছে মৃতার পরিবার। অভিযোগ, মঙ্গলবার রাতে মৃতার বাবা মদন সরদারের কাছে মেয়ের মৃত্যুসংবাদ দেন মেয়ের শ্বশুরবাড়ির পাশের এক প্রতিবেশী। তাঁরা গিয়ে দেখেন, মেয়ের ঝুলন্ত দেহ। পরে কুলতলি থানায় খবর দেওয়া হলে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পাঁচ বছর আগে বকুলতলা থানার সাপলা গ্রামের তপতী মণ্ডলের সঙ্গে প্রেম করে বিয়ে হয় কুলতলির জামতলার অনুপ মণ্ডলের। তাঁদের একটি তিন বছরের পুত্রসন্তান রয়েছে। তার মধ্যেই গত বছর আরও একটি বিয়ে করেন অনুপ। দ্বিতীয় বিয়ের পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারপুর এলাকায় থাকতে শুরু করেন।
সাংসারের খরচ বহনও করতেন না। বাপের বাড়ি থেকে টাকাপয়সা নিয়ে সংসার চলছিল। মাঝেমধ্যেই জামতলার বাড়িতে আসতেন অনুপ। অভিযোগ, মঙ্গলবার স্বামী জামতলায় এসেছিলেন। তাঁদের মধ্যে সাংসারিক অশান্তি হয়েছিল। সন্ধ্যায় সেকথা বাপের বাড়িতে জানিয়েছিলেন তপতী। রাতে প্রতিবেশী জানান মৃত্যুসংবাদ।
মৃতার বাবা মদন সরদার কুলতলি থানায় স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় কুলতলি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী। বুধবার সকালে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।