কলকাতাখবররাজ্য

জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু আরও ৪ শিশুর

স্টাফ রিপোর্টার : জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রাজ্যে শিশু মৃত্যুতে পুরোপুরি লাগাম টানা যাচ্ছে না।হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে চার জন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজনের বাড়ি রাজারহাটে এবং অন্যজনের বাড়ি ইছাপুরে। রাজারহাটের ওই শিশুর বয়স ছিল এক বছর দুই মাস এবং ইছাপুরের শিশুর বয়স ছিল মাত্র আড়াই মাস।

দুই শিশুই জ্বর, সর্দি-কাশি জনিত সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিল। মঙ্গলবার গভীর রাতে ওই দুই শিশুর মৃত্যু হয়।বুধবারও আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বিসি রায় শিশু হাসপাতালে। উত্তর ২৪ পরগনার বাদুরিয়ার বাসিন্দা ৪ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। জ্বর, শ্বাসকষ্ট, খিঁচুনি সংক্রান্ত সমস্যায় ভুগছিল ওই শিশু।

গত পাঁচ দিন ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। এদিন তার মৃত্যু হয়েছে। অন্যদিকে নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা ১১ মাসের এক শিশুপুত্রও জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গত পাঁচ দিন ধরে আইসিইউতে ভর্তি ছিল। এদিন তারও মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!