
বিশ্ব সমাচার, কাকদ্বীপ : খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিল কাকদ্বীপ আদালত। বুধবার কাকদ্বীপ মহকুমা আদালতের বিচারক তপন কুমার মন্ডলের এজলাসে অভিযুক্ত সহদেব পাত্রকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ২২ এপ্রিল ফ্রেজারগঞ্জ থানার বাসিন্দা সহদেব তার বউকে খুন করে খাটের নিচে ঢুকিয়ে দিয়ে পলাতক হয়ে যায়।
দীর্ঘ ৩ মাস পর পূর্ব মেদিনীপুর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। জেলে থাকাকালীন সহদেবের বিচার চলছিল। বুধবার বিচারক তপন কুমার মন্ডল তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।