
স্টাফ রিপোর্টার : কাল থেকে ঝড়বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই ভাবে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে শনিবার থেকে সোমবার পর্যন্ত। তবে মাঝে শুক্রবার দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই দিন ঝড়বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে দক্ষিণের তিন জেলায়।
বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টি হতে পারে শুক্রবার।ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। কাল উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি হতে পারে শিলাবৃষ্টিও।